Header Ads

Header ADS

Chera Akash

Song: Chera Akash
Artist: Artcell

ছেঁড়া আকাশ ছায়ার বর্ণমালা আলোর কাছাকাছি আসে আলোর রুদ্ধ আকাশ আঁকে মৃত্যু শুন্যতায়
একা একা তবু দুরের দুরত্ব ভেঙ্গে সকল স্মৃতির ছেঁড়া মেঘ থাকে ছায়ায় আঁকা স্মৃতির ঘরে ভয়ের মতন অন্ধকারে আলোয় আঁকা রুদ্ধ আকাশ মৃত্যু একে রাখে তবু ঘড়ির বন্ধ সময় শরৎ খোজে নিল আকাশে স্মৃতির পায়ে শেকল বেধে সময় দাড়ায় শরীর ঘেষে সরব শব্দ সুরে অরব শুন্যতা ভাঙ্গে মানুষ মুখোশ ত্রিমাত্রিক বোধে ছায়ার সারথী গড়ে সবুজ পৃথিবীর হাজার শহর শেষে একা মানব মুখোশ বেছে থাকে ছায়ায় আঁকা স্মৃতির ঘরে ভয়ের মতন অন্ধকারে আলোয় আঁকা রুদ্ধ আকাশ মৃত্যু একে রাখে তবু ঘড়ির বন্ধ সময় শরৎ খোজে নিল আকাশে স্মৃতির পায়ে শেকল বেধে সময় দাড়ায় শরীর ঘেষে নিমর ভাবনার পাথর ঘরে যুদ্ধ আসে যুদ্ধ আসে মানুষ মুখোশ অগোচরে আলো দিয়ে ছায়া আঁকে ছায়ার বর্ণমালা ছায়ার কোরাস এ যুদ্ধ আসে যুদ্ধ আসে কাটাতারে ছেঁড়া আকাশ বিধে আছে স্বপ্ন জুড়ে কে মৃত্যু একে রাখে?

No comments

Search This Blog

Powered by Blogger.