Header Ads

Header ADS

Olos Shomoyer Pare

Song: Olos Shomoyer Pare
Artist: Artcell
Album: Onno Shomoy


তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়, তবু তোমার টুকরো ছায়ায়, ডুবে আছে কত মিথ্যে আগুন, অন্ধকারময়,
কত স্মৃতি, কত সময়! তোমার জন্য পৃথিবীতে, আজকে ছুটির রোদ, নিজের মাঝে তোমায় খোঁজা, আকাশ নীলে তাকিয়ে থাকা। তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়, মেঘাচ্ছন্ন ব্যস্ত ঢাকায়, মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়, আকাশ পানে তাকায়। তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়, আমার দেহে রাত্রি নামায়, মিথ্যে আগুন অন্ধকারময়। ভীড়ের মাঝে আবার ভীড়ে, আমার শরীর মেশে কোলাহলে, দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে। অনেক দুরের একলা পথে, ক্লান্ত আমি ফিরি তোমার কাছে, মুখোশ খুলে বসে রই জানলা ধরে। আমার গানের শব্দ সুরের অন্তরালে, তোমায় আঁকি কান্না চেপে, মহাকালের ক্লান্ত পথে। তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়, আলোর মতন মিথ্যে ছায়ায়, পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়, কত স্মৃতি, কত মিথ্যে ভয়! তোমার জন্য গলার ভেতর, আটকে থাকে ক্রোধ, আমার চোখে স্মৃতির ঘোলা জল, নির্জনতায় তোমার কোলাহল। তোমার না থাকা অস্তিত্ব, রয়ে গেছে আমার নিঃশ্বাসে, ফেলে আসা এই পথে দুজনেই একসাথে, আমার অবশ অনুভূতির দেয়াল জুড়ে কত সময়, হেঁটে এসে আমরা দু'জন, হারিয়েছি পথ কোথায় কখন! আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি, তোমার চোখের দুরের আকাশ, মিশে থাকে, রূপক হয়ে। তোমার জন্য, বিষন্ন এক নিথর হৃদয়, আমার ভেতর, দাঁড়ায় সরব একা, তোমার পৃথিবী স্বর্গের মতন চির অদেখা। তোমার পৃথিবী স্বর্গের মতন চির অদেখা... তোমার জন্য পথ হারিয়ে অজানায়, তবু তোমার লেখায়, কথায়, ফেরে ক্লান্ত আমার অলস সময়, কত স্মৃতি, কত অন্ধকার ভয়।

No comments

Search This Blog

Powered by Blogger.