Kritrim Manush
Song: Kritrim Manush
Artist: Artcell
Album: Onno Shomoy
Artist: Artcell
Album: Onno Shomoy
কালো মেঘে ঘেরা পৃথিবীতে
কৈশোর বয়সেই
আমি শিখেছি নিজেকে চিনতে
অন্যের দৃষ্টিতে
যাযাবর আমি পৃথিবীতে
মানুষের রূপ ধরে
আমি দেখেছি মানুষের হাতে
গড়তে দেবতারে
অন্যায় আর অবিচারের
কালিমা বুকে নিয়ে
আকাশ এখানে মাথা তুলে
দাঁড়াতে ভুলে গেছে
সব সকাল রাতেরই মাঝে
বিলিন হয় অবশেষে
মানুষ শুধু বেঁচে থাকে
অন্য মানুষের মাঝে
বিষাক্ত বাতাস চারিদিকে
আমাকে আঁকড়ে ধরে
আছে আমার আত্মবিশ্বাস
বাস্তবতার আঘাতে
ভেঙ্গে গেছে স্বপ্নগুলো রাতের অন্ধকারে
চারিদিকে এখন শুধু হাহাকার শুনি
আমাকে ছেড়ে গেছে চলে
আমার অতীত স্মৃতিগুলো
আমার দেহে আছে পড়ে
অপমানের শত চিহ্ন
এখনো আমি আছি বেঁচে
যেন কৃত্রিম মানুষ হয়ে
আমার চারিধারে জ্বলছে আগুন
আমার জ্বালানো...
No comments